এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক খোয়াই পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার এস. এম সুরুজ আলীর উপর হমলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মূল আসামী গ্রেফতারের দাবি জানিয়েছেন চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দস্থ সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) সহ ১২০ আউলিয়া স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে স্মৃতি পরিয়দের সভাপতি (সুতানশী হাবেলীর) পীরজাদা সৈয়দ হাসান ইমাম হোসাইন চিশতী, সাধারণ সম্পাদক মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি সহ সকল সদস্যবৃন্দ এস. এম সুরুজ আলীর উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি হামলার সাথে মূল আসামীসহ অন্যান্য জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি