মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে চোলাই মদ পান করার কিছুক্ষণ পর রঙ্গলাল দাস (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার বদলপুর ইউনিয়নের মাটিয়াকাড়া গ্রামের মৃত সুখময় দাসের ছেলে।
গত রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। কয়েকজন দাবি করছেন রঙ্গলাল দাসকে চোলাই মদের সাথে বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়েছে। তবে পুলিশ বলছে, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এনিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি পাহাড়পুর বাজারের বাদল তালুকদারের চালের আড়তের হিসাব রক্ষক হিসেবে কাজ করতেন। গত রবিবার বিকেলে সেখান থেকে কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। পরে তারা এক সাথে চোলাই মদ পান করেছেন। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ হয়ে গেলে আত্মীয়-স্বজনরা তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানকার চিকিৎসক রঙ্গলালকে মৃত ঘোষণা করেন।
তবে বাজারের কয়েকজন ব্যবসায়ী দৈনিক খোয়াইকে জানিয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলছিলেন ‘তারা আমারে মদের সাথে বিষ খাউয়াই দিছে’।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন তরফদার দৈনিক খোয়াইকে জানান, মৃত ব্যক্তির ময়না তদন্ত সিলেটে হয়েছে। এর রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।