নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ঘরের চালে উঠে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমদ জানান।
নিহত ২০ বছর বয়সী মারজান বখত সিট ফরিদপুর গ্রামের ফরিদ বখত এর ছেলে।
ওসি মোঃ ডালিম আহমদ বলেন, “মারজানদের বসতঘরের টিনের চালে বিদ্যুতের তার পড়ে গেলে তিনি সেটি অপসারণ করতে চালে উঠেন। এ সময় বিদ্যুৎষ্পৃষ্ট হলে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মারজানকে মৃত ঘোষণা করেছেন।” তিনি আরও বলেন, “পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে। ময়না তদন্ত ছাড়া মরদেহটি দাফনের জন্য আবেদন করেছে নিহতের পরিবার।”