মোঃ মামুন চৌধুরী ॥ এবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার করোনা পরীক্ষার জন্য ইউএনওর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর পরদিন ১৫ সেপ্টেম্বর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ইউএনও সত্যজিত রায় দাশ বর্তমানে সরকারি বাংলোয় আইসোলেশনে রয়েছেন।
এর আগে ১৩ সেপ্টেম্বর তাঁর স্ত্রী বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিগ্ধা তালুকদারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনিও সরকারি বাংলোয় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সূত্র জানায়, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরও নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন ইউএনও স্নিগ্ধা তালুকদার ও ইউএনও সত্যজিত রায় দাশ। সরকারি সহায়তা বিতরণ, উপজেলাজুড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ভোক্তা অধিকার নিশ্চিতে তৎপর ছিলেন তারা।