জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার শানখলা বাজার থেকে পিকআপ ভ্যান ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকেলে ডিবি হবিগঞ্জের উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই উপজেলার মানিক ভান্ডার গ্রামের হিরা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) ও শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের আবু মিয়ার পুত্র ফজল আলী (৩৫)। এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে গাড়িটি (ঢাকা মেট্রো গ ২১-০৪৪৪) জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।