চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় দুই প্রবাসীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরের দল বৃষ্টির সময় ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালংকারসহ নগদ টাকা পয়সা নিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের দক্ষিণ কাচুয়া গ্রামের নাজির মিয়া ও খটা মিয়ার বাড়িতে চুরি হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে।
নাজির মিয়ার ছেলে মোছাব্বির মিয়া খোয়াইকে জানান, আমার বৌ জর্ডানে চাকুরী করে। গত বুধবারে সে বাড়িতে আসে, শুক্রবারে আমাদের বিয়ে হয়। পরিবারের সবাই বৌভাতের অনুষ্ঠানে ছিলাম। এ সুযোগে চোর ঘরের তালা ভেঙ্গে বৈদেশিক মুদ্রা, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বিকালে এসে এ অবস্থা দেখে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করি। পরে তিনি চুনারুঘাট থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে দুইজনকে আটক করে নিয়ে যায়।
দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান রোমন ফরাজী খোয়াইকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এধরণের একটি ঘটনার কথা শুনেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।