চুনারুঘাটে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রদর্শনে ২ প্রতিষ্ঠানকে জরিমনা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় মায়ের দুধের বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক খোয়াইকে জানান, শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতের স্বার্থে একটা বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো আবশ্যক। এ বিষয়ে ব্যাপক প্রচারণাসহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। অথচ কিছু অসাধু ব্যবসায়ী মায়ের দুধের বিকল্প শিশুখাদ্যের দিকে লোকজনকে আগ্রহী করার জন্য বিজ্ঞাপন প্রদর্শন করছে। চুনারুঘাট বাজারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে এমন প্রমাণ পেলে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন চুনারুঘাট পৌরসভার পুকুরিয়া বালু মহাল সংলগ্ন নির্ধারিত এলাকা ব্যতিত ট্রাক পার্কিং করায় দুই চালককে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া করাঙ্গী নদী থেকে বালু উত্তোলনের অপরাধে একটি মেশিন আগুনে এবং দেড়শ’ মিটার পাইপ ভেঙ্গে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *