স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট বাজারে রাস্তার দুইপাশে সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রেখে যানজট সৃষ্টি করায় চারজনকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল গতকাল সোমবার এক অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেন তিনি। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল তার সাথে ছিল।