চুনারুঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে প্রশাসন

শেষ পাতা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় যানজট নিরসন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মাস্ক পরিধান না করায় ৬ জন পথচারীকে ৬ টি মামলায় ১৩০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পৌর এলাকায় সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং করার অপরাধে জন্য একটি যাত্রীবাহী বাসসহ ৮ টি সিএনজি অটোরিক্সা আটক ও সংশ্লিষ্ট আইনে মামলা দেয়া হয়। অভিযানে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চম্পক দামের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য বিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *