চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দ্বারাগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহার করা ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ফুট পাইপ পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল গতকাল রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জানা গেছে, একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে দ্বারাগাঁও এলাকার ফসলী জমি ও বসতবাড়ির পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ঘনফুট পাইপ জব্দ করে। এরপর এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় দ্বারাগাঁওয়ের বাসিন্দা আব্দুল করিম ও কুদ্দুছ মিয়াকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে করিমকে এক বছর এবং কদ্দুছ মিয়াকে ছয় মাসের কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসিল্যান্ড মিল্টন চন্দ্র পাল দৈনিক খোয়াইকে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে কারাদন্ড দেয়া হলেও বালু উত্তোলনকারী কয়েকজন পালিয়ে গেছেন।