স্টাফ রিপোর্টার ॥ ৬ বছরের ফুটফুটে শিশু তালহা ইন্তেকাল করেছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দূরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি নিস্পাপ শিশুটি। গতকাল সন্ধ্যা ৭টা ১০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তালহা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তালহার বাবা আব্দুন নূর হবিগঞ্জ সাধারণ বীমায় চাকরি করেন। শায়েস্তানগরের বাসিন্দা ও তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে। আর্থিক অসচ্ছলতার মধ্যেও আব্দুর নূর, তালহা’র ব্যয়বহুল চিকিৎসার কোন ত্রুটি রাখেননি। অনেকেই এগিয়ে এসেছিলেন তালহা’র চিকিৎসায়।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় পইল নতুন বাজার সংলগ্ন মাঠে তালহার জানাযা অনুষ্ঠিত হবে। তালহা’র চিকিৎসায় যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আব্দুল নূর সবার কাছে কৃতজ্ঞতা ও তালহার জন্য দোয়া চেয়েছেন।