স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দুই মাসের মধ্যে পরপর তিনবার মেরামত করার পর আবারও ভেঙ্গে গেল ড্রেনের স্লাব।
স্থানীয়রা বলেছেন, টাকা খরচ করে অতি নিম্নমানের কাজের ফলে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলেই এই স্ল্যাব ভেঙ্গে যায়। এনিয়ে তিনবার মেরামত করা হলেও কমেনি সাধারণ মানুষের ভোগান্তি।
সরেজমিনে গিয়ে জানা যায়, হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড পয়েন্ট এলাকায় গত দুইমাস আগে জলাবদ্ধতা নিরোসনের লক্ষ্যে ড্রেন সংস্কার করা হয়। সংস্কারের ১৫ দিন পর উপরের স্ল্যাব ভেঙ্গে যায়। পরে সেটি মেরামত করা হয়।
পরবর্তীতে দেখা যায়, অপরিকল্পিত ভাবে স্ল্যাবের উচ্চতা দেওয়ার কারণে প্রতিনিয়িত দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটি ভেঙ্গে আবারও মেরামত করা হয়। বর্তমানে ড্রেনের আরেকটি স্ল্যাব ভেঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, ছোট একটি ড্রেনের স্ল্যাব আর কতবার মেরামত করে টাকা খরচ করা হবে।