মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের নিকট থেকে ২৬ কেজি গাঁজা দু’টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এদেরকে আটক করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। তারা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের সবাচান মিয়ার ছেলে নাসির মিয়া (৪০), শ্রীবন্দর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে শিপন আহম্মেদ (৩২), শাহ বন্দর পতন গ্রামের আইয়ুব মিয়া ছেলে তারেক মিয়া (২৫) ও মৌলভীবাজারের বড় হাট গ্রামের মৃত আনছার মিয়ার ছেলে মোঃ রুহেল আহম্মেদ (২৪)।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন যোবায়ের জানান, ওই চারজন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে দু’টি প্রাইভেট কার যোগে ২৬ কেজি গাঁজা নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিলেন। গোপন সংবাদের খবরে অভিযান চালায় র্যাব।
তিনি আরো জানান, দু’টি প্রাইভেট কার থেকে ২৬ কেজি গাঁজা পাওয়া গেছে। এগুলো জব্দ করে র্যাব। জব্দ হওয়া আলামতের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে।
