উত্তম কুমার পাল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ জানান।
মৃত ৫২ বছর বয়সী লেবু খাঁ কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত হরমুছ খাঁর ছেলে।
জানা যায়, গতকাল ফজরের আজানের পর লেবু খা বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে স্থানীয়রা একটি গাঁছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
মৃতের পরিবারের বরাত দিয়ে ওসি ডালিম আহমেদ বলেন, “লেবু খাঁ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এজন্য তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
