জুয়েল চৌধুরী ॥ নবীগঞ্জ থেকে সাজার আদেশপ্রাপ্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের মুহিত আহমেদের স্ত্রী শিপা বেগম (৩৫), খাদিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে নানু মিয়া (৩৮) ও নাজমুল মিয়া (৩৫)। তারা একটি মামলায় আদালত থেকে সাজার আদেশপ্রাপ্ত। এদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।