জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুর নামক স্থানে সিএনজি অটোরিক্সা চাপায় জবা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হকের কন্যা।
জানা যায়, গতকাল সকালে সড়ক পারাপার হচ্ছিলেন জবা। ওই সময় নবীগঞ্জগামী একটি দ্রুতগতির সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন জানান, জবা মানসিকভাবে অসুস্থ ছিলেন।