পৌরকরমেলার দুই দিনে মোট আদায় প্রায় ২৮ লাখ টাকা

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় তিনদিন ব্যাপি পানির বিল ও কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার থেকে শুরু হওয়া এ করমেলা আজ সমাপ্ত হবে। পৌরসভার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতে প্রতি বছর এ মেলার আয়োজন করে পৌর কতৃপক্ষ।
পৌরসভা জানিয়েছে, গতকাল মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে পানির বিল ও পৌরকর আদায় হয়েছে ১২ লক্ষ ৩৯ হাজার ৫৬ টাকা। তন্মধ্যে ১০ লাখ ৮১ হাজার টাকা পৌরকর এবং ১ লাখ ৫৮ হাজার ৫৬ টাকা পানির বিল আদায় হয়েছে। এ নিয়ে ৩ দিনব্যাপী করমেলার দুই দিনে পানির বিল ও পৌরকর আদায় হয়েছে মোট ২৭ লক্ষ ৮৫ হাজার ৭শ’ ৭৩ টাকা।
মেলায় নির্ধারিত ব্যাংক বুথের মাধ্যমে আজ বুধবার পর্যন্ত পৌর কর ও পানির বিল আদায় করা হবে। করদাতাদের এ মেলায় রিবেটের সুযোগ দেয়া হচ্ছে। পাশাপাশি করদাতাগনকে কর পরিশোধের পর পৌরসভার পক্ষ হতে সনদ দেয়া হবে।
পৌরসভার মেয়র মিজানুর রহমান মেলায় ২০২০-২০২১ অর্থবছরের পানির বিল ও পৌরকর আদায় করে পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে সহায়তার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *