প্রণব পালের মৃত্যুতে আপনজন’র শোকসভা

ভিতরের পাতা

আপনজনের অন্যতম সদস্য, শায়স্তোগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পালের মৃত্যুতে শোকসভা করেছে সামাজিক সংগঠন আপনজন। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আপনজনের সভাপতি এডভোকেট কামরুল হাছান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত প্রণব পালের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তাগণ আলোচনা করেন।
বক্তারা বলেন, প্রণব পাল পেশায় ঔষধ ব্যবসায়ী ছিলেন। কিন্তু ধর্মীয়, সামাজিক, সাংস্কৃিতক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততা ছিল। বিনয়ী, পরোপকারী ও সাদা মনের মানুষ ছিলেন প্রণব পাল। ফলে সর্বমহলে ছিল তার গ্রহণযোগ্যতা। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।
শোকসভায় স্মৃতিচারণ করে বক্তৃতা করেন আপনজনের সাবেক সভাপতি এডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, ব্যাংকার আব্দুল্লাহ, রোটারিয়ান শাহীন, শিশু সংগঠক বাদল রায়, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, রাজনীতিবিদ এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, পিযুষ চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা, পরিবেশ আন্দোলন সংগঠক তোফাজ্জল সোহেল, প্রভাষক জালাল উদ্দিন রুমী, এডভোকেট সারোয়ার আলম শামীম, মটর মালিক সমিতির সেক্রেটারি শংখ শুভ্র রায়, খেলাঘরের সম্পাদক শুধাংশু সুত্রধর প্রমুখ।
প্রণব পাল, আপনজন সদস্য পার্থসারথি তালুকদারের মাতা ঊষা রাণী তালুকদার, মোহাম্মদ শাহীনের শ্বশুর এডভোকেট এম এ মতিন খান ও অভিজিৎ চৌধুরীর পিতা অরুণাভ চৌধুরীর স্মরণে শোকপ্রস্থাব গ্রহণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় গীতা পাঠ করেন আপনজনের অর্থ সম্পাদক প্রাণেশ রঞ্জন দাশ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *