স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনকারী এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার ১নং ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে মোঃ ফয়েজ মিয়াকে (৫২) এই অর্থদন্ড করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস যাতে বিক্রি না করতে পারে সে লক্ষ্যে স্থানীয় আদর্শ বাজার ও বড় বাজার মনিটরিং করা হয়।
নাজমুল হাসান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে ফয়েজ মিয়াকে অর্থদন্ড করা হয়েছে।