এস এম খোকন ॥ পবিত্র আশুরার দিনে বানিয়াচংয়ে আয়োজিত অশ্লীল নাচ-গান বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গত রবিবার দুপুরে সাগর দিঘীর পূর্বপারস্থ হায়দার শা’র মাজারে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেন স্থানীয়রা। এ সময় স্থানীয়রা অশ্লীল নাচ-গানেরও আয়োজন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মিসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকল আয়োজন বন্ধ করে দেন। প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।
এসিল্যান্ড দৈনিক খোয়াইকে জানান, মাজার থেকে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতি নিলে তা বন্ধ করা হয়। পাশাপাশি উপস্থিত লোকজনকে মাজার ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে। পুনরায় যেন মিছল বের না হয় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেন এসিল্যান্ড।