জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বজ্রপাতে মোতাব্বির মিয়া ওরফে শিশু মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
শিশু মিয়ার পরিবার জানায়, গতকাল সোমবার বিকেলে বৃষ্টির সময় তিনি পাশের হাওরে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সোমবার এশার নামাজের পর তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।