স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ৯৯৯ কল পেয়ে পুলিশ এসে এলাকাবাসীকে নিয়ে একটি মরদেহ দাফন করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত পাঠানটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাঠানটুলা গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে আব্দুর রউফ মিয়া (৪৫) অসুস্থতা জনিত কারণে গতকাল শুক্রবার সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তাঁর স্বজনরা পঞ্চায়েতী কবরস্থানে কবর খনন করতে গেলে বাধা প্রদান করেন মীরের হাটি এলাকার কতিপয় গ্রাম্য মাতব্বর। এরপর লাশ নিয়ে চরম বেকায়দায় পড়েন মৃতের স্বজনরা। নিরূপায় হয়ে তারা ৯৯৯ কল দিলে ১০/১৫ মিনিটের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হন বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) শিমুল রায়সহ একদল পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে কবর খনন, জানাযা ও দাফন করা হয়।
মৃতের স্বজন মোঃ আব্দাল মিয়া দৈনিক খোয়াইকে জানান, পাঠানটুল কবরস্থানে কবর খনন করতে গেলে এলাকার জনৈক ব্যক্তি বাধা প্রদান করেন। এরপর ৯৯৯ ফোন দিলে দ্রুততম সময়ের মধ্যে বানিয়াচং থানার পুলিশ গিয়ে লাশ দাফনে সহযোগিতা করেন। পুলিশের প্রতি আমরা এলাকাবাসী চির কৃতজ্ঞ। পাশাপাশি আর যাতে কারও সাথে ঐ কতিপয় গ্রাম্য মাতব্বররা এহেন আচরণ না করে তাতে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করি। বানিয়াচং থানার এস আই শিমুল রায় জানান, ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনে সহযোগিতা করি। এই কবরস্থানটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।