বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদন্ড

শেষ পাতা

নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গতকাল বেলা ১২টায় ধলিয়াছড়া বালু মহাল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভাদেশ্বর ইউনিয়নের ধুলিয়াছড়া বালু মহাল এলাকায় দীর্ঘদিন ধরে ফয়জাবাদ বাগানের বাসিন্দা বসন্ত গড়াইতের ছেলে মিটুন গড়াইত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছিলেন। ভ্রাম্যমাণ আদালত মিটুন গড়াইতকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন। এ সময় ৬টি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয় এবং ২ হাজার ফুট পাইপ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *