বাহুবলে করাঙ্গী নদীতে ব্রিজ নির্মাণ শুরু

ভিতরের পাতা

ফয়সল আহমেদ চৌধুরী, বাহুবল থেকে ॥ বাহুবলে সদর গার্লস স্কুল সংলগ্ন করাঙ্গী নদীতে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ নির্মাণ কাজ শুর হয়। জানা যায়, উপজেলা সদরের টিএন্ডটি কার্যালয়ের থেকে ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে রামপুর পর্যন্ত সড়ক দিয়ে কয়েক গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু বালিকা উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে করাঙ্গী নদীতে ব্রীজের অভাবে লোকজন বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিল। এ অবস্থায় স্থানীয় লোকজন অনেকদিন যাবৎ ব্রীজের জন্য দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এলাকাবাসীর এ দাবি বাস্তবায়ন হচ্ছে।
ব্রিজ নির্মাণ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপ-সহকারী প্রকৌশলী আলফাজ আহমেদ, ইউপি মেম্বার ছুরত আলী, শফিকুল ইসলাম খন্দকার শেলু, ইমরুল কায়েস মৃধা, সৈয়দ মিল্লাদ, মুরুব্বী মধু মিয়া, সেলিম আহমেদ, তারা মিয়া, মালেক মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *