জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে সড়ক দূর্ঘটনায় আব্দুল হামিদ (৪০) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার চলিতাআব্দা নামকস্থানে রাস্তা পারাপারের সময় আব্দুল হামিদকে একটি গাড়ি চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ইস্পাহানি গ্রামের মৃত শাহিন মিয়ার পুত্র।