বাহার উদ্দিন, লাখাই থেকে ॥ হবিগঞ্জ-লাখাই সড়ক দখল করে অটোরিক্সা স্ট্যান্ড ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন যানজট লেগে থাকে। প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। তীব্র যানজট থেকে উত্তোরণে একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা সড়ক বাজারের খালের উপরের ব্রীজটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে। সাময়িকভাবে যান চলাচলের জন্য নীচ দিয়ে একটি বিকল্প সড়ক নির্মাণ করে দিলেও যানবাহনের চাপ কাটিয়ে উঠা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে ব্রীজের গোড়ার দু’পাশ দখল করে অপরিকল্পতিভাবে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছেন অটোরিক্সা শ্রমিকরা। সকাল থেকে রাত পর্যন্ত অটোরিক্সাগুলো আটকে থাকায় এখানে সারাক্ষণ যানজট লেগেই থাকে। ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।
স্থানীয়রা দৈনিক খোয়াইকে জানিয়েছেন, বুল্লা বাজার থেকে সিংহগ্রামের দিকে যাওয়া রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। লাখাইয়ের পাশাপাশি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজনও এ সড়ক ব্যবহার করেন। এছাড়া প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে লাখাই সড়ক সংস্কার এবং বলভদ্র সেতু নির্মাণ হওয়ার পর ঢাকার বিকল্প পথ হিসেবে সিলেটের বিভিন্ন অঞ্চলের মানুষ লাখাই সড়ক ব্যবহার করে। তাই সড়কে যানবাহনের চাপ থাকে। এলাকাবাসী জানান, যানবাহনের চাপ, সড়ক দখল করে অপরিকল্পিতভাবে গাড়ির স্ট্যান্ড গড়ে তোলার কারণে যানজট চরম আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই কয়েকশ’ গাড়ির লাইন লেগে থাকে। এ অবস্থায় রোগীসহ জরুরী কাজে যাতায়াতগামী লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও জানান, সড়ক বাজারের উপর ব্রীজটি নির্মাণ সমাপ্ত হলে যানজন আরও বাড়বে। এ সমস্যা থেকে উত্তোরণে একটি আন্ডার পাস নির্মাণ করা এখন স্থানীয়দের প্রাণের দাবি।