স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হবে শিল্পবান্ধব এলাকা। বেশি করে বেকওয়ার্ড লিংকেজ শিল্প করার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যেন সহজে ব্যাংক ঋণ পেতে পারেন তার জন্য এ সকল প্রতিষ্ঠানের নামজারীর কাজ সাতদিনের মধ্যেই সমাপ্ত করা হবে।
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
তিনি আরো বলেন, হবিগঞ্জ শিল্প নগরিতে যারা প্লট নিয়েও শিল্প প্রতিষ্ঠান করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মসংস্থান এবং শিল্প প্রসারের স্বার্থে নতুন করে আবেদন করলে সেই অনুমোদনগুলো আটকে রাখা হচ্ছে না। হবিগঞ্জে গড়ে তোলা হবে আউটসোর্সিং জোন। তবে ব্যবসায়ীদেরকে শুধু ঋণের দিকে না ঝুঁকে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করলে আরও বেশি উন্নয়ন ও অগ্রগতি হবে।
সভায় আরও বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, সরকারি বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি সামছুল হুদা, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি দেওয়ান মিয়াসহ কমিটির সদস্যবৃন্দ।