স্টাফ রিপোর্টার ॥ ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া একজনের ২০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।
গতকাল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক ভুক্তভোগী ব্যক্তির নিকট টাকাগুলো হস্তান্তরের তথ্য নিশ্চিত করেছেন।
টাকা ফেরৎ পাওয়া ৩৫ বছর বয়সী সামছু মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামের মোঃ সহিদুল ইসলামের ছেলে।
এএসপি জানান, গত ৪ জুন ভুল বিকাশ নম্বরে সামছু মিয়ার ২০ হাজার টাকা চলে যায়। কিন্ত যে ব্যক্তির নম্বরে টাকাগুলো গিয়েছিল তিনি সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন; উল্টো প্রেরিত ব্যক্তিকে হুমকি প্রদান করেন।
পরে সামছু মিয়া বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি টাকা উদ্ধারের জন্য ক্রাইম এন্ড অপস শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছুল হককে দায়িত্ব দেন। পরে সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তিনি টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছেন।