মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘরের ইউনিয়নের সন্তোষপুর এলাকা থেকে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। অভিযানে ধর্মঘর বিওপির নায়েক বেলাল হোসেন নেতৃত্ব দেন। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।