স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ইয়াবা ট্যাবলেট ও দু’টি মোটরসাইকেলসহ আপন দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নে পাকা রাস্তার মোড় থেকে এদেরকে গ্রেফতার করেন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক মোঃ বেলাল হোসেনসহ বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন আলীনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬) ও সাগর মিয়া (২১)। অভিযান টের পেয়ে তাদের সাথে থাকা আরো দুই মাদক পাচারকারী পালিয়েছে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী দৈনিক খোয়াইকে জানান, ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দু’টি মোটরসাইকেলসহ উল্লিখিত দু’জনকে আটক করে বিজিবি। অভিযানকালে আকলেছ মিয়া ও শাহীন মিয়া নামে দুই মাদক পাচারকারী পালিয়েছে।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে এবং গতকাল রাত পর্যন্ত আসামীদের মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান ছিল।