মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করে। এর আগে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমসহ পুলিশ সদস্যরা চৌমুহনী-ধর্মঘর সড়কে ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এলজিইডি রাস্তায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (২৯) ও একই উপজেলার কাজিরচক গ্রামের সিরাজ মিয়ার ছেলে মিঠু মিয়া (২২)কে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *