লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার করাব ইউনিয়নের গুণিপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত ৩৮ বছর বয়সী মোঃ সোহেল মিয়া গুণিপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোহেল মিয়া নিজ ঘরের শয়ন কক্ষে তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। রাত ১২টায় ঘটনা দেখতে পেয়ে পরিবারের লোকজন প্রতিবেশীদের খবর দেন। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।