স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ে রিজিক রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল দুপুরে অধিদপ্তরটির হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিব হোসাইনসহ জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেছেন।
দেবানন্দ সিনহা জানান, রিজিক রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর প্রমাণ পাওয়া যায়। সেখানে তিনদিন আগে তৈরী করা গ্রীল চিকেন ফ্রিজে রেখে বিক্রি করা হচ্ছিল। খাবারে আয়োডিনযুক্ত লবনের পরিবর্তে মেশানো হচ্ছিল গরুকে খাওয়ানোর লবন।
এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।