স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ৯ হাজার ৭শ’ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বামৈ গরুর বাজার সংলগ্ন নোয়াগাঁও ও শিবপুর হাওর থেকে এসব জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
জাল উদ্ধারে গতকাল শনিবার দিনব্যাপি অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন। এ সময় লাখাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোট ৩৩টি কারেন্ট জাল জব্দ করেন তারা। এগুলোর মোট দৈর্য্য ৯ হাজার ৭০০ মিটার এবং বাজার মূল্য এক লাখ টাকা। পরে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কারেন্ট জালের ব্যবহার আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৈনিক খোয়াইকে জানিয়েছেন এসিল্যান্ড মোঃ ইয়াছিন আরাফাত রানা।