জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে খুন হওয়া জাহাঙ্গীর মিয়ার (৩০) দাফন সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে নামাজে জানাজার পর মোহনপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, হত্যাকান্ডের পরদিন পর্যন্ত মামলা হয়নি। কারাগারে পাঠানো হয়েছে ছুরিকাঘাতকারী সুমনকে। তবে আজ বৃহস্পতিবার এ ব্যাপারে মামলা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
প্রসঙ্গত, অনন্তপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে জাহাঙ্গীরের সাথে একই এলাকার সুমনের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। তারা দু’জনেই নির্মাণ শ্রমিক। গত মঙ্গলবার রাত আটটায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করেন সুমন।
স্থানীয়রা জাহাঙ্গীরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পরে পুলিশ সুমনকে আটক করে। তার ব্যবহৃত ছোরাটিও জব্দ করা হয়।