মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার যাত্রা বেশি দিনের নয়। এরমধ্যে দুইজন উপজেলা নির্বাহী অফিসার এসে দায়িত্ব পালন করে গেছেন। একে একে মৎস্য, প্রাণী ও মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম চালু হয়েছে। সর্বশেষ গতকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। নির্বাচন অফিসের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন জানান, এখন থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দারা হবিগঞ্জে যেতে হবে না। শায়েস্তাগঞ্জ নির্বাচন অফিসে ভোটার সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করা যাবে। সরকারী ছুটিছাড়া খোলার দিনগুলোতে অফিসে সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত আছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মোস্তফা কামাল ও ডাটা এন্ট্রি অপারেটর মোঃ জামাল উদ্দিন বাদল।
উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, নতুন উপজেলা তাই সকল দপ্তর চালু হয়নি। নির্বাচন অফিসের কার্যক্রম চালু হলো। বাকীগুলো পর্যায়ক্রমে চালু হবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, উপজেলাবাসীর ভোগান্তি কামাতে নির্বাচন অফিসের কার্যক্রম চালু হয়েছে। নির্বাচন অফিস চালু করার ব্যবস্থা করে দেওয়ায় এমপি আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
শায়েস্তাগঞ্জ পৌরসভা ও ব্রাহ্মণডোরা, নূরপুর ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন নিয়ে প্রায় সাড়ে ৩৯ বর্গ কিলোমিটার এর উপজেলা এরিয়া। লোক সংখ্যা দেড়লক্ষাধিক । ভোটার প্রায় ৪৫৬৪১ জন।