মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪৮টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৪ থেকে ১৭ অক্টোবর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে।
এ কার্যক্রমের মাধ্যমে ৬ থেকে ১২ মাসের ৯৮২ জন শিশুকে নীল রংঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৮৩১১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া হবে। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্যবিভাগের ইপিআই আবু সালেহ মোঃ মামুন।
গতকাল সোমবার সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুরস্থ ফিরোজ মিয়ার বাড়ির কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাদ্দাম হোসেন, সমাজসেবক জালাল উদ্দিন রুমীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম জানান, অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে কেন্দ্রে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছেন। আর স্বাস্থ্যকর্মীরাও সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন।