স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাজির মিয়াকে (৫০) কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ পাহাড়ায় নাজির মিয়াকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাহিদ মিয়া জানান, নির্যাতিতা ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হবে। নির্যাতিতার বাবা বাদী হয়ে নাজির মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেলে নজির মিয়া নির্যাতিতা ছাত্রীকে (১০) কৌশলে তার লেপের দোকানে নিয়ে ধর্ষণ করে। ঐ দিনই রাত ৮টায় নির্যাতিতা ছাত্রীকে তার মা সদর হাসপাতালে ভর্তি করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে নাজির মিয়াকে গ্রেফতার করে।
তবে এ বিষয়ে নাজির মিয়া জানান, ওই ছাত্রী আমার মেয়ের সমান। আমাকে ফাঁসানো হয়েছে।