হবিগঞ্জেও ধর্ষণ বিরোধী গণ আন্দোলনের হুমকি

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে হবিগঞ্জেও আন্দোলনে নেমেছেন নানা শ্রেণী-পেশার মানুষ। গতকাল মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে পথসভায় বক্তারা বলেন, দেশব্যাপি অব্যাহত গণধর্ষণসহ নারীদের প্রতি সহিংতার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপি ধর্ষণ বিরোধী গণ আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ নানা শ্রেণী-পেশার লোকজন এই মানববন্ধনে যোগ দিয়েছেন।
একই দাবিতে জেলার বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গতকাল দুপুরে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *