স্টাফ রিপোর্টার ॥ পুলিশ এসল্ট মামলায় হবিগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত সোমবার দিবাগত রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের একটি সূত্র জানায়।
গ্রেপ্তার নেতারা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী এবং বাহুবল উপজেলার বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্লাদ হুসেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জিামান বলেন, “ঢাকায় বিএনপির চার নেতা গ্রেপ্তার হওয়ার খবর পেয়েছি। গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন বলেন, “বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশের মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। গোয়েন্দা পুলিশ হোটেল থেকে তাঁদের চারজনকে গ্রেপ্তার করেছে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ আগস্ট বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।
পরে প্রায় দুশ’জনের নাম উল্লেখ করে সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় এখন পর্যন্ত ২৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
