স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুস সোহরাব (৬৭) নামে প্রাক্তণ এক সরকারি চাকুরীজীবী মারা গেছেন। তিনি জেলা শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা। চাকুরী করতেন পানি উন্নয়ন বোর্ডে। কিছুদিন পূর্বে অবসরপ্রাপ্ত হন।
গতকাল শুক্রবার রাত নয়টায় হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে সিলেটে নেয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু হয়। এরও দুই ঘন্টা পূর্বে হাসপাতালে নিয়ে গেলে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসকেরা।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ শামীমা দৈনিক খোয়াইকে জানান, কয়েকদিন পূর্বে আব্দুস সোহরাব করোনায় আক্রান্ত সনাক্ত হন। তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। অবস্থা খারাপের দিকে চলে গেলে গতকাল তিনি হাসপাতালে আসেন।
