স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খাদ্যগুদাম রোডে মর্জিনা আক্তার (৪৫) খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার সকালে নিহতের ছেলে এমরান হোসেন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামী করা হয় পাঁচজনকে।
এ ঘটনায় গ্রেফতার জুয়েল ও সুজনাকে গতকাল সোমবার বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক দৈনিক খোয়াইকে এসব তথ্য নিশ্চিত করেছেন। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, নিহত মর্জিনা খাদ্যগুদাম রোড এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী। মর্জিনার ছেলে এমরান ও ভাগ্নে রুবেল দু’জন নির্মাণ শ্রমিক। গত শনিবার এক সঙ্গে কাজে গেলে দু’জনের বাক-বিতন্ডা হয়। পরে তারা বাড়ি ফিরলে রাতে আগের ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মর্জিনার পেটে ছুরিকাঘাত করেন রুবেল। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জিয়াউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।