হবিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি আবু জাহিরের মতবিনিময়

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয়সহ চারটি বড় দাবি পূরণ হওয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল তার বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় এমপি আবু জাহির বলেন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উপজেলা ও বাল্লা স্থলবন্দর হবিগঞ্জবাসীর নিকট অবিশ্বাস্য ছিল। নিউফিল্ডের জনসভায় প্রধানমন্ত্রীর নিকট আমার এই দাবিগুলোর প্রতি সমর্থন জানানোর জন্য আওয়ামী লীগের তৎকালীন প্রবীণ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত’র কাছে অনুরোধ করলে তিনি অবাক হয়ে যান। পরে পুনরায় অনুরোধে তিনিও আমাকে সমর্থন জানান। অবশেষে জনসভায় এই চারটি বড় দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবগুলো প্রতিশ্রুতিই রক্ষা করেছেন প্রধানমন্ত্রী। এগুলো আজ হবিগঞ্জবাসীর নিকট দৃশ্যমান। সুরঞ্জিত সেনগুপ্ত বেঁচে থাকলে আজ তিনিও আনন্দিত হতেন।
এমপি আবু জাহির বলেন, উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু সত্য আজীবনই সত্য। হবিগঞ্জবাসীর অবশ্যই মিথ্যাচারের জবাব দেবে। এ সময় বিশাল এই দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাবেক জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *