হবিগঞ্জে ৪৯ নমুনা পরীক্ষায় ২৩ জনেরই করোনা সনাক্ত

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরেই করোনা ভাইরাস (কোভিড-১৯) সনাক্ত হয়েছে। সেই হিসেবে নমুনার বিপরীতে আক্রান্ত হিসেবে ৪৮ শতাংশ। গতকাল সোমবার রাত সাড়ে দশটায় নতুন ২৩ জন আক্রান্তের তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হল ১ হাজার ৫৬২ জন।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের এক কর্মকর্তা দৈনিক খোয়াইকে জানান, ২৯ আগস্ট ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার আসা রিপোর্টে জানা গেল এদের মাঝে ২৩ জনই করোনা ভাইরাসে আক্রান্ত।
একদিকে জেলায় আক্রান্ত হলেন একদিনে নমুনা প্রদানকারীদের ৪৮ শতাংশ। অন্যদিকে স্বাভাবিক করা হচ্ছে যান চলাচল। শহর ফিরেছে পূর্বের রূপে। প্রতিনিয়ত হচ্ছে জনসমাগম। অধিকাংশ এলাকায়ই নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা।
কিছুদিন পূর্বে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শহরে ব্যাটারি চালিত অটোরিক্সাকে (টমটম) ভাড়া দিগুণ আদায়ের মাধ্যমে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত দেয়া হয়। তারপরও বাড়তির দিকেই আক্রান্তের হার।
এরই মাঝে পুনরায় সিদ্ধান্ত হল, পূর্বের মতই যাত্রী উঠানামা করবে টমটমগুলো। যান চলাচলসহ অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্যবিধির শীথিলতা কথটুকু যুক্তিযুক্ত তা কর্তৃপক্ষকে ভেবে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৪৭ জনের। এর মাঝে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬২। তন্মধ্যে মৃত্যুর সংখ্যা ১২ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯ জন। এদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৭৪৪, চুনারুঘাট ২৩৪, মাধবপুর ১৮২, নবীগঞ্জ ১৬৫, বাহুবল ১০৯, লাখাই ৪৩, বানিয়াচং ৭২ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *