হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং স্থানীয় মিডিয়ায় চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ। প্রতিদিনই হাজার হাজার মানুষ বিভিন্ন সংগঠনের ব্যানারে ফুল নিয়ে আসছে এমপি আবু জাহিরের বাসায়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া হচ্ছে সংবর্ধনা।
শুধু হবিগঞ্জেই এই আনন্দ সীমাবদ্ধ নেই। বিদেশে থাকা হবিগঞ্জের প্রবাসীদের মাঝেও এই আনন্দ সংবাদে বইছে খুশির জোয়ার। সাত সমুদ্র তের নদী ওপারে সুদূর আমেরিকার নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জবাসী এই আনন্দ উপলক্ষে আয়োজন করে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরকে শুভেচ্ছা জ্ঞাপনে যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা।
গত মঙ্গলবার নিউইয়র্ক স্থানীয় সময় রাত ৮টায় ইটজি শরিয়া হালাল চাইনিজ রেষ্টুরেন্টে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনার্থে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শেখ মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন।
অনুষ্ঠানে সুদূর হবিগঞ্জ থেকে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী অংশগ্রহণ করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত উপস্থিত সমবেত হবিগঞ্জবাসীর সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের ৭ম কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জে স্থাপনের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি হবিগঞ্জের সামগ্রিক উন্নয়ন বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নের বিস্তারিত তথ্য বর্ণনা করেন। একই সাথে তিনি তার ভবিষ্যত পরিকল্পনা সবাইকে অবহিত করেন। এ ব্যাপারে তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও প্রবাসীগণের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শফি উদ্দিন তালুকদার-এর সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক এর সাধারন সম্পাদক মোঃ আবুল কালামের এর প্রাণবন্ত সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোজাহিদ আনসারী, হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জকিউদ্দিন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা-ইন্ক এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক জেলা শিক্ষা অফিসার ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ, হবিগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি ইব্রাহিম বার ভূঁইয়া রিজু, হবিগঞ্জ সোসাইটি অব ইউএসএ সভাপতি দেওয়ান মোতাচ্ছির মঞ্জু।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি আজদু মিয়া তালুকদার, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোঃ আসকির, কোষাধ্যক্ষ জয়নাল আহমেদ খান, হবিগঞ্জ সোসাইটি অব ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক আবেদীন মাসুম।
সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জেলা সমিতির সাবেক সভাপতি আশিকুর রহমান, হবিগঞ্জ কমিউনিটির প্রিয়মুখ সিদ্দিকুর রহমান, শিশির চন্দ্র বণিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য নুরুল আফছার সেন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাইকুল ইসলাম, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি, হবিগঞ্জ সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সম্পাদক সামছুল আলম শামীম, মোঃ মোস্তফা আহমেদ, হবিগঞ্জ সদর সমিতির মোঃ আমির আলী, অনিমেষ রায় প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বক্তাগণ একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হবিগঞ্জের উন্নয়নের রুপকার এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র প্রতি আনন্দ উচ্ছাসের মাধ্যমে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের প্রযুক্তি সহযোগিতায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ-ইনক এর সদস্য ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রোকন হাকিম এবং গ্রোভ স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী আহমেদ তাজওয়ার নাফিস।
সর্বশেষে মিষ্টিমুখ করানো এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি