হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বেপরোয়া মোটর সাইকেল চালকরা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন উঠতি বয়সী যুবকরা। তাদেরকে নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ২২টি মোটরসাইকেল ও একটি ম্যাক্সি আটকের পর এদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন। ২৩টি যানবাহনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ওসি।
জানা গেছে, দাপ্তরিক কাজে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক দিয়ে যাচ্ছিলেন ইউএনও। এ সময় ঝুঁকিপূর্ণ গতিতে দু’জন বাইকার ইউএনও’র গাড়িকে অতিক্রম করে। কোন ধরণের নিরাপত্তা সামগ্রীও ব্যবহার করেননি তারা। পরে তিনি গাড়ি থামিয়ে এদেরকে আটক করেন। একে একে আটক করা হয় আরও ২১টি মোটরসাইকেল। যাদের অধিকাংশই সড়কটিতে বৈকালিক হাওয়া খেতে আসছিলেন। অমান্য করেন সড়ক পরিবহন আইন।
ওসি জানান, অতিরক্ত যাত্রী বহন এবং দ্রুতগতিসহ বিভিন্ন আইন অমান্য করার কারণে ২৩টি যানবাহনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *