জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় দুই গাঁজাসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে কারাদ- প্রদান করা হয়।
গতকাল রবিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে বগলাবাজার এলাকার মৃত আলীম উদ্দিনের পুত্র কুদ্দুছ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত অমল সূত্রধরের পুত্র সুজন সূত্রধরকে (৩০) আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুইজনের নিকট থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের কাছে নিয়ে গেলে প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদ- প্রদান করা হয়। তবে ১শ’ টাকা দিতে না পারায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
