আদালত থেকে পালানো আসামী সীমান্তে গ্রেপ্তার

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতের এজলাস থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক বিক্রেতা রাজু মিয়াকে (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ভোররাতে কোম্পানীগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
মাদক বিক্রেতা রাজু জেলার মাধবপুর উপজেলার উপজেলার শিবরামপুর গ্রামের গ্রামের চান বাদশা মিয়ার ছেলে।
এ খবর নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, গত শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশী চালিয়ে হাতকড়াটি উদ্ধার করা হয়েছিল। এরপর প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন কৌশলে সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট ১৬৪ বোতল ফেনসিডিলসহ রাজুকে আটকের পর মাধবপুর থানায় সোপর্দ করে র‌্যাব। পুলিশের করা পাঁচদিনের রিমান্ড আবেদন শুনানির জন্য গত বৃহস্পতিবার তাঁকে আদালতে আনা হয়।
রিমান্ড আবেদন শুনানির জন্য রাজুকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতের এজলাসে তোলা হয়। সেখান থেকে হাতকড়াসহ তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *