নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় অটোরিকশা মেরামতের কথা বলে ডেকে নিয়ে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার আউশকান্দিতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ আবেদ আলী ইঞ্জিনিয়ারিং সিএনজি ওয়ার্কসপের মালিক ও সিএনজি চালক আবেদ আলী।
তিনি জানান, বনগাঁও গ্রামের হিরা মিয়ার ছেলে মাজিদ মিয়াসহ কয়েকজন তাকে একটি সিএনজি অটোরিকশা মেরামত করানোর কথা বলে মহাসড়কের মিনাজপুর নামক স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে মারপিট করে আহত করে এবং সাথে থাকা নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় তার চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালানোর সময় মাজিদ মিয়াকে আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
আহত আবেদ আলীকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।