স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি ও মাংসের মূল্য তালিকা না থাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শায়েস্তানগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অভিযোগে অসিম এন্টারপ্রাইজকে পাঁচ হাজার ও মূল্য তালিকা না থাকায় সানু মিয়ার গোশতের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মাছ, সব্জি ও মুদি দোকানীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সিন্ডিকেট না করার ব্যাপারে সর্তক করে দেওয়া হয়েছে।